চুলের যত্নে এলোভেরা ও চাল

শ্যাম্পুর সাথে মাত্র ২ টি জিনিস মিশিয়ে নিন।তারপর দেখবেন আপনার চুল কত সুন্দর ঝরঝরে কালো ও মসৃণ হয়ে উঠবে।

চালঃ চাল শুধু ভাত খাওয়ার জন্যই না। চাল আপনার অনেক কাজেই ব্যাবহার করা জায়।আর সেটা অনেকেই যানে না। একটা পরিস্কার পাত্রে ৩ চা চামচ চাল নিন,তারপর ভালভাবে চালটা ধুয়ে নিন.২ঘণ্টা ভিজিয়ে রাখুন। যদি সম্ভব হয় সারারাত ভিজিয়ে রাখতে পারলে আরও বেশি ভালো। এতে চালটা আধা সেদ্ধ হয়ে যায়, আমরা জানি ,ভাত রান্নার সময় ভাত যখন আধা সেদ্ধ হয় তখন ওই পানিটা নাকি অনেক উপকার।

এলোভেরাঃ এলোভেরা ত্বকের জন্য অনেক উপকারী। আবার চুলের জন্য ও অনেক উপকারী।

ব্যাবহার করার নিয়মঃ
চাল ভিজানোর পানিটা ছেকে নিন।তারপর ওই পানিতে ১ চা চামচ এলোভেরা , ১ চা চামচ শ্যাম্পু অ্যাড করুন। এই ৩ টি উপকরন ভালভাবে মিশিয়ে নিন।তারপর চুলে সুন্দর করে মিশিয়ে নিন। তারপর আলতোভাবে ৫ মিনিট ম্যাসেজ করুন। তারপর ধুয়ে ফেলুন।

দেখুন নিজেই বুঝতে পারবেন। আপনার চুল কত সুন্দর ঝরঝরে কালো ও মসৃণ দেখাচ্ছে। এভাবে একমাস শ্যাম্পুর সাথে এই ২ টি উপকন মিশিয়ে ব্যাবহার করতে পারেন।