Home জাতীয় আজ দায়িত্ব নিচ্ছেন সিলেটের মেয়র

আজ দায়িত্ব নিচ্ছেন সিলেটের মেয়র

- Advertisement -

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিচ্ছেন আরিফুল হক চৌধুরী। আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আজ বিকেলে নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি করপোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেবেন। এর আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন নবনির্বাচিত মেয়র। দায়িত্বভার গ্রহণ শেষে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তাদের জন্য নিটল-নিলয় গ্রুপের সৌজন্যে দেওয়া বাস সার্ভিসের উদ্বোধন করবেন। করপোরেশনের যেসব কর্মকর্তা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গাড়ি ব্যবহার করেন না, তাঁরা এ বাসটি ব্যবহার করবেন।

- Advertisement -

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে টানা দ্বিতীয়বার জয়লাভের পর আরিফুল হক চৌধুরী গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ করেন। এরপর ঢাকা থেকে তিনি সপরিবারে ইংল্যান্ড চলে যান। সেখানে প্রায় ২৩ দিন অবস্থান শেষে গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন।

বাংলাদেশ সময়ঃ ১২৩৩ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/আর

- Advertisement -