গুগলের সব সার্ভিস প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হলো

প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে বিশ্বব্যাপী গুগলের বিভিন্ন সার্ভিস। এর ফলে গুগলের ইমেইল সার্ভিস জিমেইল, ভিডিও সাইট ইউটিউবসহ অন্যান্য সেবাগুলো আবার স্বাভাবিকভাবেই ব্যবহার করা শুরু হয়েছে।

ডাউন ডিটেক্টরের মাধ্যমে জানা যায়, গতকাল সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৭ মিনিট থেকে শুরু হয় সমস্যাটি শুরু হয়ে পরবর্তীতে ৭টা ১২ মিনিট থেকে এ সমস্যার সমাধান হয়।

বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা গুগলের সার্ভিসগুলো ডাউন হওয়ার পর টুইটারে #YoutubeDown, #GmailDown হ্যাশট্যাগে সমস্যার কথাটি জানিয়েছেন।

এখন গুগলের সবকটি সার্ভিস আবার স্বাভাবিক হওয়ার পরে ব্যবহারকারীরা সব সার্ভিস পুনরায় ব্যবহার করতে পারছেন।

গুগলের বিভিন্ন সার্ভিসে কোনো সমস্যা হলে বা সেটি কি অবস্থায় আছে সেটি এই লিংক থেকে জানা যায়। ওখানে বর্তমানে গুগলের সব সার্ভিসের পাশে সবুজ চিহ্ন রয়েছে। সাধারণত সমস্যা হলে এসব সার্ভিসের পাশে কমলা রঙের চিহ্ন থাকে।