আজ জিতলেই ফাইনালে বাংলাদেশ

গতকাল বাংলাদেশ দলের এক ক্রিকেটার বলেছেন, গত রবিবারের ম্যাচে রশিদ খানকে সামলানোর সব প্রস্তুতি নিয়ে নেমেছিল বাংলাদেশ। যদিও ১৫ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের মূল সর্বনাশটা করেছিলেন মুজিব।

যদি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুইয়েকে হারিয়ে দেয়া যায় আজ, তাহলেই ফাইনালে উঠে যাবে সাকিববাহিনী। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করে নিতে চায় বাংলাদেশ।

আজ জিম্বাবুয়েকে হারাতে মুখিয়ে টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, ‘আমাদের একটা মোমেন্টাম জরুরি, একটা ম্যাচ জেতা আসলে দরকার। আমরা প্রথম ম্যাচ জিতেছি এবং একটা ম্যাচ হেরে গেছি। পরবর্তী ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই খেলব। শতভাগ আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলব।’

আজ বাংলাদেশের হয়ে টি-২০ অভিষেক হতে পারে নাঈম শেখের। সৌম্য সরকার বাদ পড়ায় ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি তরুণ ব্যাটসম্যান।

টানা দুই ম্যাচ জিতে ফাইনালে খেলার আশায় আছে জিম্বাবুয়েও। আজ হারলেই ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়বে দলটি। গতকাল শন উইলিয়ামস বলেছেন, জয়ের জন্য আজ নিজেদের সেরাটা দিবে জিম্বাবুয়ে।