দুই দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে বেসরকারি কর্মচারীরা

দুই দফা দাবিতে আজ বুধবার (১১ নভেম্বর) তৃতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

দাবিগুলো হলো- সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর এবং চাকরি নিয়মিতকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে হবে।

সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. দুলাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবর রহমানের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দনে সাংগঠনিক সম্পাদক মো. আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা মো. আমিনুল ইসলাম, ফারুক আহমেদ, দিলাল মিয়া ও রতন কুমার প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে সারাদেশের সরকারি কলেজগুলোতে কর্মরত কয়েক শতাধিক বেসরকারি কর্মচারী অংশ নিয়েছেন।