যাকাতের টাকা আত্মসাৎ মামলায় সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ ডিসেম্বর

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ ও আয়কর ফাঁকির মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করা হয়েছে। এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ২৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

আজ সোমবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত ১ এর বিচারক সৈয়দা হোসনে আরা এই দিন ধার্য করেন।

এছাড়াও সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির আরেকটি মামলায় বাদী পক্ষের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এই মামলায় আবার ৬ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এর আগে আজ সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বকশীবাজার অবস্থিত আদালতে নেয়া হয়।

দেলায়ার হোসাইন সাঈদীর আইনজীবী সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ সকাল সাড়ে ৯টা মাওলানা দেলায়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করা হয়। এরপর সাড়ে ১১টায় প্রথম দিনের শুনানিতে প্রস্তুতির জন্য সময় চেয়ে আবেদন করলে আদালত সময় মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন। পরে সাড়ে ১১টার দিকে মাওলানা দেলায়ার হোসাইন সাঈদীকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে যাকাতের অর্থ আত্মসাতের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাঈদীর বিরুদ্ধে মামলা করে ইসলামিক ফাউন্ডেশন। আর ২০১২ সালে কর ফাঁকির মামলার অভিযোগ গঠন হয়।