Home খেলা ক্যান্সারে ক্রিকেটার আসিফ কন্যা ফাতিমার মৃত্যু

ক্যান্সারে ক্রিকেটার আসিফ কন্যা ফাতিমার মৃত্যু

- Advertisement -

বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে ইংল্যান্ড পাড়ি জমায় পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতি নিতে ইংলিশদের সাথে পাঁচ ম্যাচের সিরিজে খেলে পাক ক্রিকেটাররা। সিরিজ শেষ হতেই পাকিস্তান থেকে উড়ে এলো দুঃসংবাদ। মেয়ে হারালেন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলী। ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে আসিফের দুই বছর বয়সী কন্যা নুর ফাতিমা।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে আসিফ কন্যা ফাতিমার। চূড়ান্ত পর্যায়ে থাকা ক্যান্সারকে নিরাময়ের আসলে কোনো উপায়ও ছিল না চিকিৎসকদের!

- Advertisement -

আসিফের কন্যার মৃত্যুতে শোক জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিবৃতিতে বোর্ডের ভাষ্য, শোকার্ত ক্রিকেটারের পাশেই আছে তারা।

কন্যার মৃত্যুর কারণে দেশে ফিরতে হচ্ছে আসিফ আলীকে। বিশ্বকাপের স্কোয়াডে না থাকায় অবশ্য এমনিতেই দেশে ফিরতে হত তাকে। তবে ইংল্যান্ডের বিপক্ষে দুই ফিফটি করে নজর কেড়েছেন নির্বাচকদের। হয়তো ডাক পেতে পারেন বিশ্বকাপের মূল দলেও।

- Advertisement -