বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে: হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন যে, ‘বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে। করোনাদুর্গতদের পাশে না দাঁড়িয়ে তারা যাত্রীবাহী বাসে আগুন দেওয়া শুরু করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।’

আজ রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত মতবিনিময়সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি মানুষ করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং করোনা মোকাবেলায় যখন সবাই হিমশিম খাচ্ছে, সেই পরিস্থিতিতে বিএনপি দুর্গতদের পাশে না দাঁড়িয়ে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া শুরু করেছে। বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে। অর্থাৎ মানুষ ও বাস পোড়ানোর খেলায় মেতে উঠেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। বিএনপির পক্ষ থেকে আমরা শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা দেখতে পাচ্ছি। তারা নিজেরাই বাসে আগুন দিয়ে আবার এটার জন্য নানা কর্মসূচি ঘোষণা করেছে, যা অত্যন্ত হাস্যকর। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হয়েছে। অনেককে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশির ভাগই বিএনপির সঙ্গে জড়িত।’

হাছান মাহমুদ বলেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন মিতা রায় চৌধুরীর সঙ্গে তাদের নেত্রী ফরিদা বেগমের যে কথোপকথন। যুবদলের ছেলেরা বাসে আগুন দিয়েছে। প্রথম বাসে আগুন দেওয়ার ঘটনাটি বিএনপির কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে। সুতরাং এই অপরাজনীতি যারা করে তারা কখনো জনগণের রাজনৈতিক দল হতে পারে না।

সম্প্রতি রাজধানীতে বাস পোড়ানোর ঘটনাকে সরকারের কাজ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি অবাক হয়ে যাই বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবলীলায় কিভাবে মিথ্যা বলে যান। মিথ্যা বলার ক্ষেত্রে যদি কোনো পুরস্কার থাকত তাহলে প্রথমটি পেতেন তিনি। তাঁকে বলব, অপরাজনীতি ও মিথ্যা বলার রাজনীতি থেকে বেরিয়ে আসেন।’