Home বিনোদন স্বামীকে হারিয়ে গর্ভের সন্তান নিয়ে বিপাকে প্রভা!

স্বামীকে হারিয়ে গর্ভের সন্তান নিয়ে বিপাকে প্রভা!

- Advertisement -

দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটক-টেলিছবিতে তার ব্যস্ত দিন কাটে। সম্প্রতি কাজ করেছেন ‘কেউতো ছিল’ শিরোনামের একটি নাটকে। এ নাটকে প্রভা নওমি নামের চরিত্রে অভিনয় করেছেন।

‘কেউতো ছিল’ নাটকে দেখা যাবে নওমির সাথে রক্তিমের ভালবাসা দীর্ঘদিনের। নওমি লেখাপড়া শেষ করে একটা বেসরকারি চাকরিতে ঢুকে। এরমধ্যে বিদেশে একটা স্কলারশিপ পায় রক্তিম। এজন্যে প্রায় তিন বছরের জন্যে তাকে দেশ ছাড়তে হবে।

- Advertisement -

সেই ভেবে রক্তিম ও নওমি বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রক্তিমের পরিচিত একটা কাজী অফিসে তাদের বিয়ে হয়। একজন ফটোগ্রাফার তাদের বিয়ের কয়েকটা ছবিও তোলে। পরদিন রক্তিমের রোড এক্সিডেন্টে মৃত্যু হয়। খুব ভেঙ্গে পড়ে নওমি। চাকরি ছেড়ে দেয় সে। কিছুদিন পর সে জানতে পারে তার গর্ভে বেড়ে উঠছে রক্তিমের সন্তান। এগিয়ে চলে নাটকের গল্প।

‘কেউতো ছিল’ নাটকে প্রভা ছাড়া আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, টুটুল চৌধুরী, দীপক কর্মকার, শেলী আহসান প্রমুখ।

মানস পালের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রবিউল ইসলম প্রধান। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি এনটিভিতে প্রচার হবে আগামী ১২ অক্টোবর শুক্রবার।

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে

- Advertisement -