Home প্রবাস কঙ্গোয় সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত আইজিপি রৌশন আরা নিহত

কঙ্গোয় সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত আইজিপি রৌশন আরা নিহত

- Advertisement -

কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে থাকা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির রাজধানী কিনশাসায় স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ সদর দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি লরি রৌশন আরাকে বহনকারী গাড়িটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা পুলিশ সুপার ফারজানা ও গাড়িচালকও গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

জানা গেছে, অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশের দ্বিতীয় নারী অতিরিক্ত আইজিপি। ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ ক্যাডারে যোগ দেন তিনি। প্রথম নারী পুলিশ সুপার হিসেবে মুন্সীগঞ্জ জেলায় ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

- Advertisement -