Home বিনোদন স্বামীর পক্ষে একাই লড়ছেন সালমা

স্বামীর পক্ষে একাই লড়ছেন সালমা

- Advertisement -

ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে গত ডিসেম্বরে বিয়ে করেন সংগীতশিল্পী সালমা। কয়েক মাস যেতে না যেতে প্রকাশ্যে এলো, সালমার স্বামী সাগরের দ্বিতীয় বিয়ের কথা। তাও, তার প্রথম স্ত্রীর মা মামলা করার পর।

২০১৪ সালের ৩ জুন, সাগর প্রথম বিয়ে করেন। স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন প্রথম স্ত্রীর মা। 

- Advertisement -

মামলা এবং অভিযোগের ব্যাপারে সবই জেনেছেন কণ্ঠশিল্পী সালমা। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘সাগরের বিরুদ্ধে তার প্রথম স্ত্রীর অভিযোগগুলো শুনলাম। এ বিষয়ে কি বলবো, আমার জানা নেই। সাগর বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। ও দেশে এসেই এ বিষয়ে কথা বলবে এবং ব্যবস্থা নেবে।’

সালমা বলেন, ‘একটা সাধারণ মানুষ বিয়ে, বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করতেই পারে। বিষয়গুলো সঠিকভাবে সম্পন্ন হলে, এ নিয়ে কোনো কথাই হয় না। সাগরের এই বিষয়টি নিয়েও কোনো আলোচনা হওয়ার কথা ছিল না। যদি আমি যুক্ত না থাকতাম। আমি সালমা বলেই এত কথা।’

মামলার অভিযোগে জানা গেছে, সাগর পলাতক আছেন এবং গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘আমি গোপনে বিয়ে করিনি। সংবাদ সম্মেলন করে বিয়ের কথা জানিয়েছি। আর সাগরও পলাতক না, সংবাদিক বন্ধুরা এটা ভালো করেই জানেন। সাগর যে ক’দিন দেশে ছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে আমার সঙ্গেই ছিলেন। আসলে এ বিষয়গুলো নিয়ে সাগরের কথা বলাই ভালো। আশা করি, খুব জলদি এর উত্তর মিলবে।’

- Advertisement -