Home রংপুর বিভাগ গাইবান্ধা ফুলছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ফুলছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

- Advertisement -

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল মিয়া (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ৩টার দিকে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

শাকিল মিয়া একই গ্রামের তাঁরা মিয়ার ছেলে এবং বুড়াইল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে শাকিল মিয়া ছাগলের জন্য কাঠাল গাছের ডাল কাটতে যায়। সেসময় ডালটি পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে শাকিলের মৃত্যু হয়।

উদাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/কে

- Advertisement -