সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক বাড়লেও লেনদেন কমেছে। দিনশেষে ডিএসই’র সার্বিক মূল্য সূচক বেড়েছে ৩.১৮ পয়েন্ট। কিন্তু এসময় লেনদেন কমেছে প্রায় ৪ কোটি টাকা।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ও লেনদেন উভয় কমেছে। এসময় সিএসই৩০ ও সিএসআই সূচক আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে।

ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসই’র সাধারণ মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩.১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৫ দশমিক ৫০ পয়েন্টে স্থিতি পায়। এসময় শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস বেড়েছে ৪.৭৩ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক বেড়েছে ১৩.৭১ পয়েন্ট।

দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১১৭টির, দর কমেছে ১৮১টির ও দর অপরিবর্তিত ছিল ৩৬টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৪ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ৯০২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ৫৪ কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮ কোটি ৪৯ কোটি ৬৩ লাখ টাকা।

লেনদেন শেষে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক। এসময় কোম্পানিটির ৬১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভারের তৃতীয় অবস্থানে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক।

এছাড়াও টার্নওভার তালিকায় থাকা কোম্পানিগুলো হলো— এক্সিম ব্যাংক, উত্তরা ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইডিএলসি ও ইফাদ অটোস।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ১২.৬৬ পয়েন্ট কমে ১১ হাজার ৬৫৬ দশমিক ১১ পয়েন্টে স্থিতি পায়। এসময় সিএসইতে ৫০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ১৩৮টির ও দর অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক।

বাংলাদেশ সময় : ১৬৫১ ঘণ্টা, ০৮ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ