সূচকের উত্থানে লেনদেন হচ্ছে দেশের দুই শেয়ারবাজারে

আজ রোববার (১৮ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম এক ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টকএক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০ পয়েন্ট, অবস্থান করছে ৪ হাজার ৯০২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৭ পয়েন্ট।

ডিএসইতে প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৭২ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৭৭টির, অপরিবর্তিত আছে ৭৬টির দর। গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৩৩ পয়েন্ট। মোট লেনদেন হয় ৫৪৮ কোটি টাকার।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, নর্দান ইনস্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি, নিটল ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক লিমিটেড, এশিয়া ইনস্যুরেন্স ও লাফার্জ হোলসিম বাংলাদেশ।

অপরদিকে বেলা ১১টা পর্যন্ত সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২৪টির, অপরিবর্তিত আছে ২৫টির দর।