Home জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল শুরু

সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল শুরু

- Advertisement -

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এই মাহফিল শুরু হয়।

দুপুর সাড়ে ১২টায় এই অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে।

- Advertisement -

এই শোকরানা মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির ও আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

মাহফিলে সারা দেশ থেকে ১০ লক্ষাধিক মাদ্রাসার ছাত্র-শিক্ষক যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজকদের একটি সূত্র জানিয়েছে, শোকরানা মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। হাইআতুল উলয়াভুক্ত ছয়টি বোর্ডের শিক্ষক-ছাত্র ছাড়াও আলেমরা এ মাহফিলে যোগ দেবেন।

সূত্র আরো জানায়, মঞ্চে হাইআতুল উলয়াভুক্ত ছয়টি বোর্ডের নেতারা উপস্থিত থাকবেন।

লেটেস্টবিডিনিউজ.কম/বি

- Advertisement -