ঘরোয়া ফুটবল হবে ফিফার নিয়মানুসারে

বিশ্ব জুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। আর এ কারণে ফুটবল ম্যাচের নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে ফিফা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-খেলোয়াড়দের দলবদল। আগে ম্যাচে সর্বাধিক ৩ জন খেলোয়াড় পরিবর্তন করা যেতো।

এখন সেটা বাড়িয়ে করা হয়েছে ৫ জন। নাকআউট ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আরও একজন অর্থাৎ ৬ জন খেলোয়াড় পরিবর্তন করা যাবে এবার। ফেডারেশন কাপ দিয়ে এই নতুন নিয়ম শুরু হচ্ছে দেশের ঘরোয়া ফুটবলে।

একটি দল ৫ জন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে ৯০ মিনিটে। তবে এর জন্য যাতে সময় নষ্ট না হয়, তাই ৫ খেলোয়াড় বদল করতে হবে ৩ বারে। ভিন্ন সময়ে ৫ জন বদল করা যাবে না।

ফিফার নতুন এই আইন-কানুন নিয়ে সোমবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে রেফারিদের রিফ্রেশার্স কোর্স। এ কোর্সে ২৭ জন রেফারি অংশ নিয়েছেন।