Home খুলনা বিভাগ খুলনা রান্না বসিয়ে স্টার জলসায় মনোযোগ, ৪ ঘর পুড়ে ছাই

রান্না বসিয়ে স্টার জলসায় মনোযোগ, ৪ ঘর পুড়ে ছাই

- Advertisement -

চুলায় রান্না বসিয়ে স্টার জলসার সিরিয়াল দেখায় মশগুল ছিলেন গৃহবধূ। পাতিল পুড়ে আগুন ছড়িয়ে পড়ে ঘরে। আর এই আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের হামার বাড়ি গ্রামে।

- Advertisement -

আগুনে ওই গ্রামের মোতালেব ওরফে মতলেব ও তার বোন বছিরোন বেগমের বসত ঘরসহ দুই পরিবারের চারটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুটি পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

জানা গেছে, চর বিষ্ণপুর হামার বাড়ি গ্রামের শেখ মোতালেবের পুত্রবধূ বেলা ৩টায় চুলায় রান্না বসিয়ে স্টার জলসার সিরিয়াল দেখতে ছিলেন। সিরিয়াল দেখতে দেখতে চুলায় বসানো রান্নার কথা ভুলে যান। প্রথমে পাতিল পুড়ে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের আত্মচিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্র: ইত্তেফাক

বাংলাদেশ সময়ঃ ১২০০ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/বি

- Advertisement -