শ্রীমঙ্গলে হতদরিদ্র পরিবারের মাঝে গবাদিপশু বিতরণ

অরবিন্দ দেব, (মেীলভীবাজার প্রতিনিধি): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দারিদ্র বিমোচন ও পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে অবহেলিত দশটি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উন্নয়ন সংস্থা উদ্যোগে অফিস ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পসবিদের নির্বাহী মো. আজাদ আলী, পসবিদের সহসভাপতি লিউনার্দ আলেকডেন্ডার, মাও. আশরাফ হোসেন প্রমুখ। এর অর্থায়ন করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।

পসবিদের নির্বাহী মো. আজাদ আলী বলেন, ২০০৭ সাল থেকে অদ্যাবধি শ্রীমঙ্গল উপজেলার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে স্বচ্ছলতা আনতে ১৯০টি ছাগল-ভেড়া বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দশ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।

পরিবারগুলো হলো উপজেলার মুনি বুনার্জি, রমনী প্রধান, পয়জুন নেছা, তুফানী তাতী, শিল্পী চক্রবর্তী, দেওন্তি রিকিয়াশন, অনিতা হাজরা, চান্দি ভুইয়া, সবিতা দাস এবং সুচিত্রা দাস।

গবাদিপশু দিয়েই যে আমাদের দায়িত্ব শেষ তা কিন্তু নয়। আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় গিয়ে মনিটরিং করি যে, তাদেরকে দেয়া গবাদিপশুগুলো ঠিকমত লালনপালন করছে কি না বলে জানান এই সংস্থার এই কর্মকর্তা।