Home ম্যাগাজিন মোবাইল চার্জারের তার মুখে দিতেই মারা গেল শিশু

মোবাইল চার্জারের তার মুখে দিতেই মারা গেল শিশু

- Advertisement -

বাবা-মার অগোচরে প্রায়ই শিশুদের মোবাইল ফোন কিংবা এর চার্জার নিয়ে খেলতে দেখা যায়। আবার অনেক সময় শিশুরা একটু বায়না করলে অনেকেই ইলেকট্রনিক যন্ত্রপাতির চার্জার দিয়ে খেলতে বসিয়ে দেন। তবে সামান্য অসাবধানতায় কত বড় দুর্ঘটনা ঘটতে পারে তা নিয়ে ভাবছেন না কেউ। ভারতে মোবাইল ফোনের তার মুখে দিতেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেল ফুটফুটে এক শিশু।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বুলন্দ শহরে।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, নিহত শিশুটি দিল্লির বুলন্দ শহরের জাহাঙ্গিরাবাদের লোধান এলাকার বাসিন্দা। রমজান উপলক্ষে মা রাজিয়ার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায় শিশুটি। গত শুক্রবার তার দেড় বছরের শিশুটি খাটের ওপর বসে মোবাইল ফোনের চার্জার নিয়ে খেলছিল।

এ সময় সুইচবোর্ডের প্লাগে লাগানো ছিল চার্জারের অপর প্রান্ত। খেলতে খেলতে চার্জারের তার মুখে দিতেই জ্ঞান হারায় শিশুটি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায় সে।

ফুটফুটে শিশুর মৃত্যুর ঘটনায় শোক নেমেছে এলাকায়। মুহূর্তের অসাবধানতায় এই মৃত্যু মানতে পারছেন না পরিবার-পরিজন থেকে পড়শিরা।

- Advertisement -