Home আন্তর্জাতিক ট্রাম্পের পরিণতি হবে সাদ্দামের মতো!

ট্রাম্পের পরিণতি হবে সাদ্দামের মতো!

- Advertisement -

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যে পরিণতি ভোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেছেন, ইরানি জনগণ ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের মতো বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও পরাজিত করবে।

- Advertisement -

শনিবার ইরানের জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে তেহরানে সামরিক বাহিনীর প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রুহানি এসব কথা বলেন বলে খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম আইআরআই।

রুহানি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা সরঞ্জামের কারণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। কিন্তু তাদের জেনে রাখা উচিত, ইরান কখনোই এ ক্ষেত্রে ছাড় দেবে না বরং প্রতিদিনই প্রতিরক্ষা শক্তি জোরদার করবে।

বাংলাদেশ সময়ঃ ১৮২৮ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/বি

- Advertisement -