Home জেলার খবর ঘুমের মধ্যে ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের প্রাণ নিলো বিষাক্ত সাপ

ঘুমের মধ্যে ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের প্রাণ নিলো বিষাক্ত সাপ

- Advertisement -

সিরাজগঞ্জের তাড়াশে সাপের ছোবলে অন্তঃসত্ত্বা মা ও চার বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সাপ ছোবল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মো. আব্দুল বারি খন্দকার।

জানা গেছে, মালশিন গ্রামের মো. ইয়াছিন আলীর ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রাজিয়া খাতুন (২৫)তার ৪ বছরের শিশু সন্তান সিয়ামকে নিয়ে শোবার ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে মা-ছেলে দুজনকেই সাপ কামড় দেয়।

- Advertisement -

পরে পরিবারের অন্য সদস্যরা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু হাসপাতালে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় সেখান থেকে তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।কিন্তু হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

- Advertisement -