Home বিনোদন স্পর্শকাতর পণ্যের বিজ্ঞাপনে তাসকিন ও নায়লা!

স্পর্শকাতর পণ্যের বিজ্ঞাপনে তাসকিন ও নায়লা!

- Advertisement -

শোবিজ অঙ্গনের আলোচিত মুখ তাসকিন রহমান ও নায়লা নাঈম। এই দুই আলোচিত মুখ এবার একসঙ্গে দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে! 

তবে সেটা কোনো চলচ্চিত্র বা টিভি নাটকের জন্য নয়। বরং একটি বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন তাসকিন ও নায়লা।

- Advertisement -

জিসকা ফার্মাসিটিক্যালসের ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল পিউলির বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন তাসকিন ও নায়লা। এটি নির্দেশনা দিচ্ছেন নির্মাতা রেদওয়ানুর রহমান রিয়াদ।  

তিনি জানান, বিজ্ঞাপনের জন্য ইতিমধ্যে তাসকিন ও নায়লা এ্যাডভার্টাইজিং এবং প্রোডাকশন হাউজ র‍্যাপচার এন্টারটেইনমেন্টের সাথে চুক্তি বদ্ধ হয়েছেন। যার শুটিং শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।

বিজ্ঞাপনটি নিয়ে পরিচালক বলেন, বিজ্ঞাপনটি সিনেমাটিক স্টাইলে হবে যার জন্য আমাদেরকে দেশের শীর্ষ স্থানীয় মডেলকে বেছে নিয়েছি। যেহেতু পিউলি ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল যেহেতু একটি স্পর্শকাতর পণ্য তাই এর সবদিক বিবেচনা করে সর্বোচ্চটাই আমরা আমাদের বিজ্ঞাপনে ফুটিয়ে তুলবো।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

- Advertisement -