Home বিনোদন অস্ট্রেলিয়ায় স্বামী-সন্তান নিয়ে যেভাবে সময় কাটছে শাবনূরের!

অস্ট্রেলিয়ায় স্বামী-সন্তান নিয়ে যেভাবে সময় কাটছে শাবনূরের!

- Advertisement -

বেশ ক’বছর আগেই দেশ ছেড়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী শাবনূর। এরপর বিয়ে করে অস্ট্রেলিয়াতেই সংসার শুরু করেছেন। সবশেষ গেল জানুয়ারিতে দেশে এসেছিলেন। কিছুদিন থেকে আবারও একমাত্র ছেলে আইজান নেহানকে নিয়ে স্বামীর কাছে পাড়ি জমান।

যাওয়ার আগে শাবনূর জানিয়েছিলেন, ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি চলে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার সিডনির একটি স্কুলে ছেলেকে ভর্তি করিয়ে আবারও দেশে আসবেন। কিন্তু এরপর আর আসা হয়নি বাংলা চলচ্চিত্রের এই অমর নায়িকার।  

- Advertisement -

অসংখ্য ভক্তের প্রিয় নায়িকা দূর পরবাসে কেমন আছেন? কেমন কাটছে তার সময়? এ নিয়ে কৌতুহলের শেষ নেই। 

জানা গেছে, সংসার জীবনে বেশ ভালোই আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। স্বামী আর ছেলেকে নিয়েই তার যত ব্যস্ততা এখন। সময় পেলেই পুরো পরিবার মিলে ঘুরতে বের হন।

সম্প্রতি ফেসবুকে এমনই কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, পরিবারের সঙ্গে ঘুরতে বের হয়েছেন শাবনূর।

স্থানীয় সময় গতকাল রবিবার সিডনিতে শাবনূর নিজেই একটি পার্কে পিকনিকের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ খান। পরে শ্রাবণই ছবিগুলো তোলেন এবং ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। 

শাবনূর সবশেষ মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ ছবিতে চুক্তিবদ্ধ হলেও ছবিটির শুটিং এখনও শেষ হয়নি বলে জানা গেছে।

- Advertisement -