Home অর্থনীতি জানুয়ারিতে রেকর্ড রেমিটেন্স

জানুয়ারিতে রেকর্ড রেমিটেন্স

- Advertisement -

বছরের প্রথম মাস জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা ১৫৯ কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা এক মাসের হিসেবে রেকর্ড। 

সংশ্নিষ্টরা বলছেন, ডলারের বিপরীতে টাকার দরপতন, নির্বাচন পরবর্তী স্থিতিশীল পরিস্থিতি এবং হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের ফলে ব্যাংক ব্যবস্থায় রেমিট্যান্স বেড়েছে।

- Advertisement -

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে গত বছরের একই মাসের চেয়ে ১৫ দশমিক ২৫ শতাংশ। আর আগের মাস ডিসেম্বরের চেয়ে ৩২ দশমিক ২ শতাংশ বেশি। 

গত বছরের জানুয়ারিতে ১৩৭ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ২৮ লাখ ডলার। এর আগে ২০১৮ সালের মে মাসে ১৫০ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। যা ছিল এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স।

বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিভিন্ন কারণেই ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বর্তমানে ব্যাংকে আর খোলা বাজারে মুদ্রার বিনিময় হারে পার্থক্য নেই। বরং কোনো কোনো ব্যাংক খোলা বাজারের চেয়ে বেশি দরে ডলার কিনছে। ফলে প্রবাসীরা হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। আবার নির্বাচন অনুষ্ঠানের পরে বিনিয়োগের চিন্তা থেকেও অনেকে দেশে বেশি করে অর্থ পাঠাচ্ছেন। অপরদিকে এখন বোরো মৌসুম শুরু হয়েছে। প্রতিবছর এসময় তুলনামুলক রেমিট্যান্স বেশি আসে। প্রবাসীরা বাড়িতে চাষাবাদের জন্য টাকা পাঠান। এছাড়া অবৈধ লেনদেন বন্ধে কেন্দ্রীয় ব্যাংক যেসব পদক্ষেপ নিয়েছে তার প্রভাবও পড়েছে।

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রবাসীরা মোট ৯০৮ কোটি ১৩ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিলেন ৮৩১ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে সাত মাসে রেমিটেন্স বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে

- Advertisement -