Home রংপুর বিভাগ পঞ্চগড় দেবীগঞ্জে পুকুর থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

দেবীগঞ্জে পুকুর থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

- Advertisement -

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নে পুকুর থেকে কবিতা রাণী (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুলাই) পামুলি ইউনিয়নের শান্তিরহাট ডাঙ্গাপাড়া এলাকার পুকুর থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

- Advertisement -

কবিতা রাণী ওই এলাকার রাজেন্দ্রনাথের মেয়ে। সে পামুলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, বুধবার (২৫ জুলাই) রাতে কবিতাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের একটি পুকুরে কবিতার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ওই স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়ঃ ১৯১৩ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/এইচ

- Advertisement -