Home জেলার খবর গলায় বিস্কিট আটকে প্রভাষকের মেয়ের করুণ মৃত্যু

গলায় বিস্কিট আটকে প্রভাষকের মেয়ের করুণ মৃত্যু

- Advertisement -

গলায় বিস্কিট আটকে মিতা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মিতা মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সমিরন মন্ডল মিলনের মেয়ে। তাদের বাড়ি গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মিলন মন্ডল কলেজে ও স্ত্রী তাপসী মন্ডল সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একমাত্র মেয়ে মিতা বাড়িতে রাখা বিস্কিট খাওয়া শুরু করে। এক পর্যালে গলায় বিস্কিট আটকে গেলে তাপসী মন্ডল টের পান। অবস্থা বেগতিক দেখে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধীন বলেন, হাসপাতালে যখন তাকে আনা হয় তখন সে মৃত ছিল।

- Advertisement -