Home ফ্রম এডিটর্স বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার মোদির

বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার মোদির

- Advertisement -

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্টমন্ত্রী ড.এ.কে.আবদুল মোমেন। আজ দুপুরে এ সাক্ষাৎ হয়। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় নরেন্দ্র মোদি ড. মোমেনকে অভিনন্দন জানান। এবং তার প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে নির্বাচন করায় প্রশংসা করেন। নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গত রাতে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

- Advertisement -

সদ্য সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, নয়া পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফরে ভারতের সঙ্গে ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে ঢাকা-দিল্লি কাজ করছে। অবশ্য বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনেক বিষয়ে আলোচনা হবে,  সমঝোতা স্বাক্ষরিতও হতে পারে।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

- Advertisement -