Home বিবিধ নিতম্ব স্পর্শ করায় ক্রেতার ওপর চড়াও হল ওয়েট্রেস

নিতম্ব স্পর্শ করায় ক্রেতার ওপর চড়াও হল ওয়েট্রেস

- Advertisement -

নিতম্ব স্পর্শ করায় ২১ বছর বয়সী ওয়েট্রেস এমিলিয়া হোলডেন এক ক্রেতাকে ধাক্কা মেরে ফেলে দেয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সাভান্নার এক পিৎজার দোকানে এই ঘটনা ঘটেছে। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা এই ভিডিওটি এখন ইউটিউবে ভাইরাল।

ভিডিওতে দেখা যায় হেঁটে যাওয়ার সময় পাশে দাঁড়ানো এমিলিয়ার নিতম্ব স্পর্শ করেন এক ক্রেতা। এরপরই খুব দ্রুততার সাথে ওই ক্রেতার কলা টেনে ধরে তাকে দিয়ে ফেলে দেয় ক্ষিপ্ত এমিলিয়া।

- Advertisement -

এমিলিয়া বলেন, “আমি কেয়ার করি না তুমি কে। আমাকে অসম্মান করার কোনও অধিকার তোমার নেই।”তবে ওই ক্রেতা অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলছেন, “আমি যাওয়ার পথ থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম।”

“ওহ, তোমাকে স্পর্শ করি নি বললেই চলে”, বলেন এই ক্রেতা। যদিও ভিডিওর দৃশ্য বলছে অন্য কথা। সিবিএস নিউজকে এমিলিয়া বলেন, “আমি একজনের অর্ডার নিয়েছি আর সেগুলো রেডি করছিলাম। তখনই এই স্পর্শ অনুভব করি।”

“আমার মনে হচ্ছিল, না, এটা হতে দেওয়া যায় না। এবং ঘুরে পিছনে ফিরি আর লোকটিকে ফেলে দেই।” সাভান্নার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়ঃ ১৮৪৫ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস

- Advertisement -