Home বিনোদন সালমান শাহ'র ভিজিটিং কার্ড ভাইরাল!

সালমান শাহ’র ভিজিটিং কার্ড ভাইরাল!

- Advertisement -

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষরের নাম সালমান শাহ। চলচ্চিত্রে স্বল্প ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়ে ছিলেন কালজয়ী অনেক চলচ্চিত্র। যার ফলে তার মৃত্যুর এত বছর পরো চলচ্চিত্র প্রেমীদের মনে রয়েগেছেন এই নায়ক।

ভক্তরা তাদের প্রিয় নায়ক শ্রদ্ধা জানাতে ছুটে যায় নায়কের দেশের বাড়ি সিলেটে। যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন তাদের ভালোবাসার নায়ক। শুধু তাই নয় সিলেটে সালমান শাহ বাড়িতে ঘুরে বেড়ান তাদের প্রিয় নায়কের ঘরে যেখানে এখনো যত্নে রয়ে গেছে সালমান শাহ’র ব্যবহার করা নানা জিনিস।

- Advertisement -

প্রিয় নায়কের সব কিছুতেই তার ভক্তদের বাড়তি আগ্রহ আর তাইতো নায়কের লিখা চিঠি, ব্যবহার করা সান গ্লাস, কিংবা ছবি নিজের সংরক্ষণে রাখেন অনেকেই। তেমনই একজন সালমান শাহ ভক্ত নাহিদ ইমন। যিনি কিনা সালমান শাহ’র মতই কপালে বাঁধেন রুমাল। বাড়ি ভর্তি সালমান শাহ’র ছবি।

সম্প্রতি তার ফেসবুক ওয়ালে দেখা গেল প্রয়াত এই নায়কের ভিজিটিং কার্ড। দুটি ভাগে বিভক্ত ভিজিটিং কার্ড এ দেয়া ছিলো নায়কের নাম, পেশা, টেলিফোন নাম্বার সহ আরো নানা তথ্য।

লেটেস্টবিডিনিউজ/এসকেবি

- Advertisement -