Home ম্যাগাজিন দেওয়াল টপকে সোজা সিংহের খাঁচায় যুবক, অতঃপর...

দেওয়াল টপকে সোজা সিংহের খাঁচায় যুবক, অতঃপর…

- Advertisement -

চিড়িয়াখানায় দর্শনার্থীদের সামনেই এক যুবক নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঢুকে পড়লেন সিংহের জায়গায়। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর চিৎকারে কেঁপে উঠলো চারদিক। দুই সিংহের হামলায় মৃত্যু হলো ২৫ বছর বয়সী ওই যুবকের।

গতকাল রোববার দুপুর আড়াইটায় ভারতের পাঞ্জাব ও হারিয়ানা প্রদেশের রাজধানী চণ্ডীগড়ের ছাটবির চিড়িয়াখানায় ঘটেছে এ ঘটনা।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, সবার সামনে দিয়েই এক যুবক সিংহের জন্য ঘেরা জায়গায় ১২ ফুট উঁচু দেওয়ালে উঠে পড়েন। এরপর দেওয়ালের উপরে তারের বেড়া টপকে সোজা সিংহের মুখোমুখি তিনি। আচমকা একজন লোককে খাঁচায় ঢুকে পড়তে দেখে তার ওপরে ঝাঁপিয়ে পড়ে দুই সিংহ।

ছাটবির চিড়িয়াখানার ডিরেক্টর এম সুধাগর সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। দুপুরে আমাদের টহলদারি দলের কাছে খবর আসে একজন লোক সিংহের খাঁচার মধ্যে ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার গার্ডরা সেখানে দৌড়ে যান। খাঁচার কাছে গিয়ে তারা দেখেন একটা সিংহ এক যুবকের ঘাড় কামড়ে ধরে দাঁড়িয়ে রয়েছে।’

ওই ঘটনার পর রক্ষীরা খাঁচায় ঢুকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে বাইরে বের করেন। সঙ্গে সঙ্গেই তাকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তিনি মাদকাসক্ত অবস্থায় ওই কাজ করেছিলেন কি না তাও এখনও স্পষ্ট নয়।

- Advertisement -