Home রাজশাহী বিভাগ পাবনা পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৩

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৩

- Advertisement -

পাবনার সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে চরতারাপুর ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ী এলাকায় নৌকাডুবি হয়।

- Advertisement -

চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হক নৌকাডুবির ঘটনা নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে দীঘি গোহাইলবাড়ী থেকে আটজন যাত্রী নিয়ে ছোট্ট একটি নৌকা নদীর অপরপাড়ে ভাদুরডাঙ্গী ঘাটের দিকে রওনা হয়। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের টানে নৌকা উল্টে যায়। নৌকার পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হাশেম (৫০) এবং বিপুল ও নাঈম নামে দুটি শিশুর সন্ধান পাওয়া যায়নি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, নৌকাডুবির ঘটনায় স্থানীয়রা নদীতে উদ্ধারে নেমেছেন। পাবনায় কোনো ডুবুরি না থাকায় রাজশাহীতে সংবাদ দেয়া হয়েছে। রাজশাহীর ডুবুরি দল ইতিমধ্যে রওনা হয়েছেন। তারা এসে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে।

বাংলাদেশ সময়ঃ ১৮২৯ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/বি

- Advertisement -