Home শেয়ারবাজার সূচকের উত্থানে চলছে লেনদেন

সূচকের উত্থানে চলছে লেনদেন

- Advertisement -

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৫৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

- Advertisement -

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৩৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

বাংলাদেশ সময়ঃ ১৪০৮ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/কে

- Advertisement -