রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রেজাউল ইসলাম রেজা ওরফে রিফাতুর রহমান রেজা (৩৬) ও সাইদুর রহমান (৩৫) নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে ডিবি উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম যাত্রাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট এনে যাত্রাবাড়ি ও মতিঝিল এলাকায় বিক্রি করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ