চাঞ্চল্যকর তথ্য! যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ‘ঘুষের বিনিময়ে ক্ষমা’

অবশেষে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ঘুষের বিনিময়ে ক্ষমা করে দেয়ার ক্ষেত্রে হোয়াইট হাউজে অর্থ সরবরাহ দেয়ার বড় রকমের এক অপরাধের তদন্ত করছে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়। ফেডারেল কোর্টে এ বিষয়ক ডকুমেন্ট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার ইউএস ডিস্ট্রিক্ট জজ বেরিল হাওয়েল খুব বেশি সম্পাদনা করা এক অর্ডারে ওই ডকুমেন্ট প্রকাশ করেন। একে তিনি ‘ব্রাইবারি ফর পারডন’ বা ঘুষের বিনিময়ে ক্ষমা করে দেয়া বিষয়ক তদন্ত বলে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে আরো বলা হয়েছে, ১৮ পৃষ্ঠার ওই ডকুমেন্টের প্রায় অর্ধেকটা ‘ব্লাকড আউট’ করে দেয়া হয়েছে। প্রকাশ করা হয়েছে সামান্য অংশ। তাতে এই দুর্নীতির অভিযোগ সম্পর্কে খুব কমই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এছাড়া এতে জড়িতদের নাম প্রকাশ করা হয়নি।