যুক্তরাষ্ট্রে দেড় কোটি ছাড়াল করোনায় আক্রান্তের সংখ্যা

বিশ্বজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে নভেল করোনাভাইরাস। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৯৫ জন এবং মারা গেছে ১৫ লাখ ৪১ হাজার ছয়শ ৭৮ জন। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার পাঁচশ ২৯ জন। তার মধ্যে মারা গেছে দুই লাখ ৮৮ হাজার নয়শ ছয়জন। লাখ লাখ মানুষের মৃত্যুতেও ক্ষান্ত হচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাস।

সে দেশে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৮৮ লাখ ৫৫ হাজার পাঁচশ ৯৩ জন। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রের টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া আরো ৩৪টি রাজ্যে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক করে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।