ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলে ইতিহাস গড়ল আর্সেনাল

দীর্ঘদিনের চোট কাটিয়ে ফিরেই দুর্দান্ত ফর্মে গ্যাব্রিয়েল জেসুস। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মাঠে জোড়া গোল করে আর্সেনালকে ৩–১ ব্যবধানে জয় এনে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই জয়ে গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেনাল।

মঙ্গলবার সান সিরোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল।

১০ মিনিটেই জুরিয়েন টিম্বারের শট থেকে বল পেয়ে গোল করেন জেসুস। ১৮ মিনিটে পেতার সুসিচের গোলে সমতা ফেরায় ইন্টার মিলান।
১০ মিনিটেই জুরিয়েন টিম্বারের শট থেকে বল পেয়ে গোল করেন জেসুস। ১৮ মিনিটে পেতার সুসিচের গোলে সমতা ফেরায় ইন্টার মিলান।
রিবাউন্ডে সতর্ক জেসুস সহজেই নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেলেও ইন্টার তা কাজে লাগাতে ব্যর্থ হয়; বড় সুযোগ নষ্ট করেন মার্কাস থুরাম। উল্টো দিকে আর্সেনালের আক্রমণ আরো ধারালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত জেসুসের বদলি হিসেবে নামা গয়োকেরেস গ্যাব্রিয়েল মার্টিনেল্লির নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান ৩–১ এ।
রিবাউন্ডে সতর্ক জেসুস সহজেই নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেলেও ইন্টার তা কাজে লাগাতে ব্যর্থ হয়; বড় সুযোগ নষ্ট করেন মার্কাস থুরাম। উল্টো দিকে আর্সেনালের আক্রমণ আরো ধারালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত জেসুসের বদলি হিসেবে নামা গয়োকেরেস গ্যাব্রিয়েল মার্টিনেল্লির নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান ৩–১ এ।
আমি সবসময় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছি। ছোটবেলায় সিরি আ অনেক দেখতাম। এই স্টেডিয়ামে এসে গোল করতে পারাটা চোখে জল এনে দেয়, কারণ এটা আমার স্বপ্ন ছিল। জীবনে ভালো বা খারাপ—সব কিছুরই কারণ থাকে। মাঠের বাইরে কাটানো ১১ মাসে আমি সেটা শিখেছি।’
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন,’এটা দারুণ। আমরা গ্যাবিকে অনেক মিস করছিলাম। এটা তার আত্মবিশ্বাস বাড়াবে, দলের আত্মবিশ্বাসও বাড়াবে। এই পজিশনে এখন আমাদের ভিন্ন ভিন্ন ধরনের খেলোয়াড় আছে।ভিক্টর বদলি হয়ে নেমে দারুণ প্রভাব রেখেছে, এটাই আমাদের আরও শক্তিশালী করে তুলবে।’

Scroll to Top