চ্যাম্পিয়নস লিগে ঐতিহাসিক অঘটন : বোদোর কাছে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য এক রাত উপহার দিল নরওয়েজিয়ান ক্লাব বোদো/গ্লিম্ট। শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে কিয়েতিল ক্নুটসেনের শিষ্যরা। ম্যাচের নায়ক কাসপার হগ, জোড়া গোল করে নিজের দেশ নরওয়েতে ফেরা আর্লিং হালান্ডকে পুরোপুরি ছাপিয়ে যান তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বোদো।
২২তম মিনিটে ওলে ডিডরিক ব্লমবার্গের ক্রসে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে নেন হগ। মাত্র ১১৯ সেকেন্ড পরেই আবারও ব্লমবার্গের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দর্শকদের হতবাক করে দেন জেন্স পিটার হাগ।

মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় এগিয়ে এসে দুর্দান্ত এক দূরপাল্লার শটে সিটির জালে বল জড়ান তিনি। যদিও এক মিনিটের মধ্যেই রায়ান চেরকি একটি গোল শোধ দেন, ততক্ষণে ম্যাচের রাশ অনেকটাই বোদোর হাতে।
৬০ মিনিটের পর ম্যাচে শেষ পেরেক ঠুকে যায় সিটির জন্য। মাত্র ৫৩ সেকেন্ডের ব্যবধানে দুইটি হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন মিডফিল্ডার রদ্রি।
দশজনের দলে পরিণত হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংলিশ জায়ান্টরা।
ম্যাচজুড়ে হতাশ করেন হালান্ড। মাত্র ১৪ বার বল স্পর্শ করতে সক্ষম হন তিনি, গোলের দেখা তো পানইনি। বিপরীতে, হগ আরও একাধিক সুযোগ তৈরি করেন, যদিও অফসাইডের কারণে দুটি গোল বাতিল হয়।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখল বোদো/গ্লিম্ট।
অন্যদিকে, শীর্ষ আটে থেকে সরাসরি নকআউটে যাওয়ার লক্ষ্যে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি।

Scroll to Top