ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মধ্যপ্রদেশের গুয়ালিয়র জেলায় বাস ও অটোরিকশার মধ্যে এ সংঘর্ষ হয়।

ভারতীয় পুলিশ সূত্রে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, সকালে গুয়ালিয়র জেলার পুরানি ছাবানিতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মোরেনায় যাচ্ছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১০ যাত্রী নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই নারী।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিবরাজ চৌহান।

Scroll to Top