লকডাউন সফল করতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসনঃ জেলা প্রশাসক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন সফল করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান

আজ শনিবার (২৬ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।

তিনি বলেন, গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী সারাদেশে করোনা সংক্রমণ ১৩ শতাংশ থেকে বেড়ে ২২ শতাংশ হয়েছে।

এটি সকলের জন্য সর্তক সংকেত। তাই সরকারের এবারের ঘোষিত লকডাউন সফল করতে কঠোর অবস্থানে থাকবে জেলা প্রশাসন। জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জেলা প্রশাসনের ১২টি টিম কাজ করবে। এছাড়া প্রত্যেক উপজেলায় ৩টি করে টিম কাজ করবে।

‘করোনার ভারতীয় ধরন অত্যন্ত মারাত্মক। চট্টগ্রাম শহরে যে আইসিইউ রয়েছে ইতোমধ্যে সবগুলোই পরিপূর্ণ। এছাড়া সাধারণ বেডের ৮০ শতাংশ বেডে রোগী ভর্তি রয়েছে। এ পরিস্থিতি যদি আরও অবনতি হয় তাহলে সামাল দেওয়া কষ্ট সাধ্য হয়ে পড়বে। তাই সকলে মাস্ক পরিধান করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। ’