মিয়ানমার সেনাপ্রধানকে ফোনে কি বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী?

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনে উদ্বেগ জানিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইংকে টেলিফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রেক্স টিলারসন ও মিন অংয়ের মধ্যে টেলিফোনে আলাপ হয়।

এতে বলা হয়, হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার অনুমতি দিতে দেশটির সেনাপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রেক্স টিলারসন সিনিয়র জেনারেল মিন অংকে বলেন, সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারকে সহযোগিতা করতে হবে। ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জবাবে রাখাইনের সংখ্যালঘু এ মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যাসহ জাতিগত নিধন অভিযান শুরু করে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির সেনাবাহিনী।

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন তদন্তে বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংগঠন ও মিডিয়াকে দেশটিতে অবাধ প্রবেশের সুযোগ দেয়ার জন্য আহ্বান জানান টিলারসন।হত্যা-নির্যাতন থেকে বাঁচতে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। যাদের বেশির ভাগ নারী ও শিশু। রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনার নির্যাতনকে আনুষ্ঠানিকভাবে জাতিগত নিধন বলে ঘোষণা করার কথা বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র দফতর।

আগামী মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের সম্মেলন অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশীয় দেশগুলোর জোট আসিয়ানের এ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগদান করবেন। এ সম্মেলনের আগে রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে যুক্তরাষ্ট্রের শক্ত পদক্ষেপের দাবি উঠেছে।

রোহিঙ্গা সঙ্কট নিয়ে ট্রাম্পের ওই সফরের আগে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে। এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মিয়ানমারের বিষয়ে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের ও আন্তর্জাতিক আইনগুলো পর্যালোচনা করছে ওয়াশিংটন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ২৭ অক্টোবর   ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top