ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন ভাঙচুরের ঘটনায় করা পৃথক দুটি মামলায় দলটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। উভয় মামলায় পুলিশি প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে।
আজ বুধবার (৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রাকিবুল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহমুদ। জামিন আবেদনের সময় সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট সগির হোসেন লিওনসহ বিএনপির আইনজীবীরা উপস্থিত ছিলেন।






