বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামের রেকর্ড গড়লো স্বর্ণ

আন্তর্জাতিক বাজারে শুক্রবার আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। এতে সোনার মূল্য সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। খবর সিএনবিসির

স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৬৮ ডলার ২৮ সেন্টে। দিনের শুরুতে যা ছিল প্রায় ২১৭১ ডলার।

একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২ হাজার ১৮৫ ডলার ৫০ সেন্টে। এর আগে, বিশ্ববাসী স্বর্ণের দাম কখনো এত দেখেননি।

এর আগে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ২ হাজার ১৫২ ডলারে, যা ছিল ওই সময় পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ দাম। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে।

Scroll to Top