চীনে ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে কয়েক কোটি মানুষ

ভারী বৃষ্টির কারণে চীনের গুয়াংডং প্রদেশের প্রধান নদী, জলপথ এবং জলাধারগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এ অবস্থায় প্রদেশটি ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে এ অঞ্চলের ১২ কোটি ৭ লাখ মানুষকে নিয়ে দুঃচিন্তায় পড়েছে সরকার। বন্যা থেকে মানুষদের রক্ষায় সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। খবর রয়টার্সের

চীনের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পরিস্থিতি ভয়াবহ। শিজিয়াং এবং বেইজিয়াংয়ের নদী অববাহিকায় পানির স্তর এমনভাবে বেড়েছে যা ৫০ বছরে একবার হওয়ার সম্ভাবনা থাকে। এই অবস্থায় চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে। গত শনিবার রাত ৮টা থেকে টানা ১২ ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতে ৬৫টির মতো ভূমিধসের ঘটনাও ঘটেছে।

 

Scroll to Top