সংবিধানের শুরুতে রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ বিষয়ে দ্বিমত বাংলাদেশ জাসদের

সংবিধানের শুরুতে রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ রাহমানির রাহিম রাখা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বয়সসীমা কমানোর বিষয়ে দ্বিমত জানায় জাসদ।

শনিবার (১২ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই দাবি তুলে ধরেন দলটির নেতারা। জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবের বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন দলটির নেতারা। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংসদে নারী আসন বাড়ানো, প্রধানমন্ত্রী-সংসদ নেতা- দলীয় প্রধান একই ব্যক্তি না থাকা এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা বণ্টনের পক্ষে মত দেন তারা।

এ সময় দেশকে প্রদেশে বিভক্ত আর র‌্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ।

বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, ‘আগামী মে মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে। এরপরও কোনো রাজনৈতিক দলের সঙ্গে অধিকতর আলোচনা প্রয়োজন হলে তা করা হবে।’

রাষ্ট্র সংস্কার জনগণের দাবি উল্লেখ করে কমিশনের সহ-সভাপতি বলেন, ‘কমিশন ও সরকার দাবি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কী প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন।’

Scroll to Top