বেশ কয়েকদিন ধরে চলা সহিংস আন্দোলনের জেরে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট এবং প্রাণহানির পর দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল বলে স্বীকার করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি সর্তক করে বলেছেন, প্রশাসনকে অবশ্যই মেনে নিতে হবে,তারা দেশ পরিচালনা ভুল করেছে। জনগণের অভিযোগ উপেক্ষা করলে দেশে আবারও সহিংসতা এবং বিচ্ছিন্নতা ছড়িয়ে পড়বে। পেজেশকিয়ান এমন সময় মন্তব্যটি করলেন, যখন তেহরানের সাথে আমেরিকার সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে পেজেশকিয়ান দাবি করেন, ‘আমাদের অবশ্যই মেনে নিতে হবে,আমরা যেভাবে কাজ পরিচালনা করি তাতে ভুল করেছি। আগামীতে নিজেদের ভুল সম্পর্কে সচেতন না হলেও আমরা উন্নয়নের দিকে অগ্রসর হতে পারবো না।
তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর দাবি ও সমস্যার প্রতি রাষ্ট্রীয় সংস্থাগুলো উদাসীন থাকলে জনগণের হতাশা আরও বাড়বে। তিনি জোর দিয়ে বলেন, শাসকগোষ্ঠী দুর্বল জনগোষ্ঠীর দাবি ও সমস্যা উপেক্ষা করলে সমাজে সহিংসতা, উদাসীনতা আরও বাড়বে।
পেজেশকিয়ান সাম্প্রতিক অস্থিরতার কারণ সম্পর্কে গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে বিস্তারিত নাগরিকদের কাছে প্রকাশের আহ্বান জানান।






