সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির টহলদল সীমান্তের গুচ্ছগ্রাম নামক স্থান থেকে এসব ভারতীয় মদ উদ্ধার করে।

তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
২৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিউপির হাবিলদার মো. রফিকুল ইসলাম গুচ্চগ্রামের ১১৯৫/৫-এস এর নিকট অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৯৬ হাজার টাকা। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে সূত্র জানায়।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহমেদ, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালানি রোধে তৎপর রয়েছে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top