৩ সন্তানের জনক রাম রহিম নাকি নপুংসক

১৫ বছর আগে দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং সিবিআইয়ের আদালতে নিজেকে নপুংসক দাবি করেছিলেন।

জানা যায়, আদালতকে তিনি বলেন ‘আমিতো সেই ১৯৯০ সাল থেকেই নপুংসক!’

নপুংসক যখন, তখন কী ভাবেই বা তিনি নয় বছর পর ধর্ষণ করতে পারেন? উল্টো আদালতকে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন রাম রহিম।

কিন্তু আইনজীবীরা অনেকটা হেসেই উড়িয়ে দিয়েছিলেন, তার এমন দাবি। কারণ আদালতের পাল্টা প্রশ্ন ছিল, ‘আপনি যদি নপুংসক হয়ে থাকেন, তাহলে সন্তানের জন্ম দিলেন কিভাবে? আপনার দুই মেয়ের জন্ম তো ১৯৯০ সালের পরে।’

১৯৯৯ সালে দুইটি ধর্ষণের মামলায় অভিযুক্ত বাবার আইনজীবী সিবিআই আদালতে শুনানির সময় নপুংসকের অজুহাত দেখিয়েই ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিতে চেয়েছিলেন।

সাচ্চা সৌদা ডেরার দুই সাধ্বী বাবার বিরুদ্ধে ধর্ষণের দুইটি মামলা দায়ের করেছিলেন ১৯৯৯ সালের আগস্ট ও সেপ্টেম্বরে। শুনানির সময় সিবিআই বিচারক জগদীপ কুমারকে তার জবানবন্দি দিতে গিয়ে বাবা বলেন, ‘আমি ধর্ষণ করব কী ভাবে? আমি তো ১৯৯০ সাল থেকেই নপুংসক। আমি তো কারও সঙ্গে সঙ্গমই করতে পারি না।’

কিন্তু বাবার যুক্তি ধোপে টেঁকেনি আদালতে। তারই এক সাক্ষীর দেওয়া সাক্ষ্যেই মিথ্যেটা ফাঁস হয়ে যায়।

বাংলাদেশ সময় : ১২১৩ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ