ভারতীয় নকল নোটের নতুন রাজধানী এখন বাংলাদেশ

বিমুদ্রাকরণের সময় কালো টাকা ফেরানোর সঙ্গে সঙ্গে অন্য সবচেয়ে বড় ইস্যু ছিল নকল নোটের কারবারে বড়সড় আঘাত হানা। প্রতি বছর পাকিস্তান এবং বাংলাদেশ থেকে কয়েক শো কোটি টাকার নকল নোট ভারতে ঢুকত সীমান্ত পেরিয়ে। গত বছর ৮ নভেম্বর ৫০০ এবং ১০০০ টাকার নোট বন্ধ হওয়ার পর পাকিস্তানে নকল নোটের ব্যবসা প্রায় ধ্বংসই হয়ে যায়। কিন্তু সেখানেই নতুন নোটের নকল তৈরি করতে আসরে নেমে পড়েছে আর এক পড়শি বাংলাদেশ। BSF-এর সাম্প্রতিক খতিয়ান বলছে, পাকিস্তানের জায়গায় বাংলাদেশেই এখন নকল নোট তৈরির মূল কেন্দ্র হয়ে উঠেছে।

BSF জানিয়েছে, সীমান্তবর্তী রাজ্যের মোট ১৩টি ফ্রন্টিয়ার থেকে নকল নোট দেশে ঢুকত। এর মধ্যে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গ, অসম এবং মেঘালয় রয়েছে। এর মধ্যে ১১টি ফ্রন্টিয়ার জানিয়েছে, সেখান থেকে কোনও নকল নোট বিমুদ্রাকরণের পর আর বিশেষ একটা ঢোকেনি। অসম এবং পশ্চিমবঙ্গের ২টি ফ্রন্টিয়ারে গত জানুয়ারি মাস থেকে ফের নকল নোট ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। দুটি ফ্রন্টিয়ারই বাংলাদেশে সীমান্তে অবস্থিত।

গত ৬ মাসে প্রায় ৩২ লক্ষ টাকার নকল নোট বাজেয়াপ্ত করেছে সেনা। তবে আগের বছরগুলির তুলনায় এই মূল্য অবশ্য কিছুই নয়। ২০১৫-য় প্রায় আড়াই কোটি টাকার নকল নোট এই দুই ফ্রন্টিয়ার থেকে দেশে ঢুকেছে। ২০১৬-য় সেই পরিমাণ দাঁড়ায় দেড় কোটিতে। ইন্টেলিজেন্স সূত্রে খবর, নোটের কাগজ এবং ডিজাইন পাল্টে গিয়েছে। নতুন রঙের নোট এসেছে। সেই নোট তৈরির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এখনও নকল নোট ব্যবসায়ীদের হাতে এসে পৈঁছায়নি। বাংলাদেশের চোরাকারবারিরা মালয়েশিয়া এবং সৌদি আরব থেকে বিশেষ কাগজ আমদানি করছে যাতে নতুন ২০০০ টাকার নোট তৈরি করতে পারে। কাগজের মান আসল নোটের কাগজের কাছাকাছি হলেও তফাত করা যায়।

পশ্চিমবঙ্গ এবং গুয়াহাটি ফ্রন্টিয়ার জানিয়েছে, জানুয়ারি থেকে এপ্রিল-মে মাস পর্যন্ত যেহেতু নদীর জল কম থাকে তাই বড় মাত্রায় নকল নোট দেশে পাচারের চেষ্টা করে নকল নোটের কারবারিরা। বর্ষাকালে অনুপ্রবেশের চেষ্টা একটু কম করা হয়। গত ২২ অগস্ট মালদা থেকে একটি অপারেশন থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে BSF. একটি ভালো ব্যাপার এই যে, আগের মতো খুব ভালো মানের প্রিন্টিং মেশিনের সাহায্যে নকল নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছে। সে জন্য এই নোট ধরা তুলনায় অনেক সহজ। সূত্রঃ এই সময়

বাংলাদেশ সময় : ১৬০৪ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ