সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ

বাংলাদেশ সুইডেনের রাজধানী স্টোকহোমে তুরস্কের দূতাবাসের সামনে শনিবার এক কট্টর ডানপন্থী ব্যক্তির পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশ ‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে বিশ্বব্যাপী মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের অপমানের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।’

ইসলামকে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম উল্লেখ করে- মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে, যে কোন অবস্থাতেই ধর্মের স্বাধীনতাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিৎ।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে সকল ধরনের উসকানি বন্ধের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

সংবাদ সূত্রঃ বাসস

Scroll to Top