মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হয়েছে। তাঁর নাম নুর মোহাম্মদ (৩৪)। এ সময় আবুল কালাম (৩২) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটে।

নিহত নুর মোহাম্মদের বাড়ি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ায়। গুলিবিদ্ধ আবুল কালামের বাড়িও একই গ্রামে। কালামকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, বাংলাদেশি দুই জেলে হতাহতের ঘটনায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

হোয়াইক্যং ইউপি সদস্য জাহেদ হোছাইন বলেন, নুর মোহাম্মদ ও আবুল কালাম গতকাল রাতে নাফ নদীর মধ্যভাগে বাংলাদেশের জলসীমানায় মাছ ধরতে যান। আজ ভোররাতের দিকে বিজিপির সদস্যরা বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি করে। এতে দুই জেলে হতাহতের ঘটনা ঘটে। নাফ নদীর ঝিমংখালী পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে বিজিবি সদস্যরা দুই জেলেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাস বলেন, ভোর রাতে বিজিবির সদস্যরা গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই নুর মোহাম্মদের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পেটে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, নিহত জেলের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।